ডেঙ্গুতে আক্রান্ত ইমরান হাশমি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৯ মে ২০২৫

বলিউড অভিনেতা ইমরান হাশমি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার অসুস্থতার কারণে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণের সুপারস্টার পবন কল্যাণ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘দে কল হিম ওজি’-এর শুটিং।

বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুসারে জানা গেছে, মুম্বাইয়ে ছবিটির শুটিং চলাকালীন ইমরান হাশমির শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা দেয়। প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করালে তার ডেঙ্গু ধরা পড়ে। এরপর চিকিৎসকেরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন।

ইতোমধ্যেই ইমরান ছবির নির্মাতাদের বিষয়টি জানিয়ে দিয়েছেন এবং নির্মাতারাও তার স্বাস্থ্যের অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানিয়েছেন। ফলে অনির্দিষ্টকালের জন্য শুটিং স্থগিত করা হয়েছে। সূত্র অনুযায়ী, অন্তত এক সপ্তাহ বিশ্রামে থাকবেন ইমরান হাশমি। তারপর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি পুনরায় শুটিংয়ে যোগ দেবেন।

ছবিটি পরিচালনা করছেন ‘সাহো’ খ্যাত সুজিত। এটি একটি গ্যাংস্টার অ্যাকশন ড্রামা। এতে বহু বছর মুম্বাইয়ের রাস্তায় অনুপস্থিত থাকা এক গ্যাংস্টারের হঠাৎ ফিরে এসে প্রতিশোধ নেওয়ার গল্প উঠে আসবে। ছবিতে পবন কল্যাণ প্রধান ভূমিকায় এবং ইমরান হাশমি মূল খলনায়কের চরিত্রে অভিনয় করছেন। এটি ইমরান হাশমির প্রথম তেলেগু ছবিও।

ছবিতে আরও অভিনয় করছেন প্রিয়াঙ্কা মোহন, অর্জুন দাস, প্রকাশ রাজ, শুভলেখা সুধাকর, শ্রিয়া রেড্ডির মতো শিল্পীরা।

এর আগে ইমরান হাশমিকে দেখা গেছে ‘গ্রাউন্ড জিরো’ নামের একটি অ্যাকশন ছবিতে। এছাড়াও তিনি অভিনয় করছেন তেলেগু স্পাই থ্রিলার ‘জি২’-তে। ছবিটি ২০১৮ সালের ‘গুডাচারি’-র সিক্যুয়েল।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।