মারা গেছেন চলচ্চিত্র অভিনেতা সাংকো পাঞ্জা
অভিনেতা সাংকো পাঞ্জা মারা গেছেন। আজ (২৯ মে) বৃহস্পতিবার দুপুর ২টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বেশ কবছর ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান জাগো নিউজকে জানান, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে সাংকোর মরদেহ রূপগঞ্জে তার বাড়িতে নেওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।
সাংকো পাঞ্জার প্রকৃত নাম মাহবুবুল ইসলাম সিদ্দিকী। ১৯৬৬ সালের ২৭ এপ্রিল তিনি চাঁদপুরের মতলব উপজেলার মোহনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ ছবির মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন সাংকো।

‘রাজাবাবু’ সিনেমার শুটিংয়ে ক্রেনের ওপর থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন খল অভিনেতা সাংকো পাঞ্জা। সেসময় মাথায় ও মুখে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছিল। তারপর থেকে নিয়মিত কাজ করতে পারতেন না তিনি। তার চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিল সাংকোর পরিবার। চিকিৎসার জন্য সরকারের কাছ থেকে ৫ লাখ টাকা পেয়েছিলেন তিনি।
এমআই/এলআইএ/জেআইএম/আরএমডি