৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মুজিবুর রহমান দুলু আর নেই

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২২ পিএম, ৩১ মে ২০২৫
৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মুজিবুর রহমান দুলু আর নেই

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্র সম্পাদক মুজিবুর রহমান দুলু মারা গেছেন। তাকে সম্প্রতি রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন

চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি মুজিবুর রহমান দুলুর বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।

‘নয়ন মনি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মুজিবুর রহমান দুলু। এরপর ‘সুজন সখী’, ‘মিন্টু আমার নাম’, ‘অভাগী’, ‘ভাত দে’, ‘হাজার বছর ধরে’, ‘৭১ এর মা জননী’সহ প্রায় তিন শতাধিক ছবিতে সম্পাদনার কাজ করেছেন তিনি।

চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন।

তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গন তথা সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে এসেছে।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।