‘তবুও মন’ নিয়ে আসছেন জোভান-তটিনী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৩ জুন ২০২৫

এবারের ঈদে সিএমভি’র ব্যানারে আসছে এক মিষ্টি প্রেম ও পারিবারিক গল্পের নাটক ‘তবুও মন’। কিঙ্কর আহসানের মৌলিক গল্পে নির্মিত এই নাটকের চিত্রনাট্য রচনা করেছেন মানজুলুল হক, রাব্বি হোসেন ও নাহিদ আহসান।

নাটকে তমাল চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানকে এবং রায়া চরিত্রে অভিনয় করেছেন উদীয়মান অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নির্মাণে রয়েছেন আবুল খায়ের চাঁদ।

নাটকে তমাল একজন ধীরস্থির, দায়িত্বশীল তরুণ। ঢাকায় পরিবারের সঙ্গে থেকে থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠানে কাজ করে। আর তার প্রেমিকা ও হবু স্ত্রী রায়া, সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। সে চঞ্চল, প্রাণবন্ত। রাজশাহীতে থেকে পড়াশোনা করছে। এই দুই ভিন্ন স্বভাবের মানুষের সম্পর্ক, পারিবারিক টানাপড়েন আর আবেগের টানাপোড়েন ঘিরেই এগিয়েছে ‘তবুও মন’-এর কাহিনি। এতে তমাল ও রায়া চরিত্রে কাজ করেছেন জোভান ও তটিনী।

নির্মাতা জানান, ‘এটি একেবারেই পারিবারিক আবহে তৈরি এক ভালোবাসার গল্প। যেখানে প্রেম, দায়িত্ব, আবেগ, চঞ্চলতা আর স্থিরতা, সবকিছু মিলেমিশে এক মোহময় রঙ তৈরি করেছে।’

সিএমভি’র কর্ণধার ও প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ‘তবুও মন’-সহ এবারের ঈদে প্রতিষ্ঠানটি এক ডজন বিশেষ নাটক প্রকাশ করছে। নাটকগুলো ধাপে ধাপে চাঁদরাত থেকে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

‘তবুও মন’ হতে পারে এবারের ঈদে প্রেম আর পরিবারের স্নিগ্ধ গল্পে ডুবে যাওয়ার অন্যতম সেরা উপলক্ষ।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।