ভবিষ্যতে কার কাছে থাকবেন বুবলী, জানালেন নিজেই

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০১ জুন ২০২৫

সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। সুপারস্টার শাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবনে বিচ্ছেদ ও তার বলয় ভেঙে নিজের মতো করে ক্যারিয়ার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন এই নায়িকা।

তবে বুবলী তার সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি খবরের শিরোনামে থাকেন। এবার তিনি জানালেন, চমকপ্রদ তথ্য। বললেন, ‘ভবিষ্যতে কৃষি কাজ করব।’

সবুজে ঘেরা প্রকৃতির মাঝে নিজের ফ্যান পেজে আজ রোববার দুপুরে একগুচ্ছ ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, ‘ভবিষ্যতে পুরোদমে কৃষিকাজ করব। ফুল, ফলমূল, শাক-সবজি চাষ করবো। হাঁস-মুরগি, গরু-ছাগল পালব। কারণ প্রকৃতি একটু বেশিই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।’

বুবলীর এমন ক্যাপশন ও ছবির নিচে শত শত অনুসারী তাকে অভিনন্দন জানিয়েছেন। অধিকাংশই মন্তব্যে লিখেছেন, ‘খুব ভালো উদ্যোগ।’

ঈদুল আজহায় ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বুবলীর। এরই মধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা জিয়াউল রোশানকে। বর্তমানে এই নায়িকা ভারতের সীমান্তবর্তী শেরপুরের নালিতাবাড়ী এলাকায় শুটিং করছেন ‘শাপলা শালুক’ নামে সিনেমার।

এমআই/এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।