সিনেমা দেখতে হলে ফিরছে দর্শক, কাউন্টারে ঝুলছে ‘হাউজফুল’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ০৯ জুন ২০২৫
রাজধানীর সিনেমা হলগুলোতে দর্শক বাড়ছে/ছবি জাগো নিউজ

দর্শক হারাতে বসা সিনেমা হলগুলোতে যেন ধীরে ধীরে ফিরছে জৌলুস। সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত কয়েকটি বাংলা চলচ্চিত্র দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে, যার প্রমাণ মিলছে রাজধানীর সিনেমা হলগুলোতে ‘হাউজফুল’ বোর্ড ঝুলে থাকার দৃশ্যে।

সম্প্রতি বেশ কয়েকটি বাংলা সিনেমায় দর্শক আকৃষ্টের পর থেকে ঈদকেন্দ্রিক যেসব সিনেমা মুক্তি পাচ্ছে সবগুলোতেই আকৃষ্ট হচ্ছেন দর্শকরা। ফলে প্রতিটা শো-তেই থাকছে হাউজফুল।

দর্শকরা মনে করেন, বাংলা সিনেমার মান উন্নয়নের ফলে হলগুলোতে দর্শকের চাপ বাড়ছে। সোমবার (৯ জুন) রাজধানীর শ্যামলী সিনেমা হলে সরেজমিনে ঘুরে এসব তথ্য জানা গেছে।

সিনেমা দেখতে হলে ফিরছে দর্শক, কাউন্টারে ঝুলছে ‘হাউজফুল’

সরেজমিনে দেখা গেছে, হলটিতে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি চলছে। হলের টিকিট কাউন্টারের সামনে টিকিট পেতে দর্শকদের দীর্ঘ সারি। টিকিট বিক্রেতা টিকিট দিতে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া কাউন্টারের ওপর হাউজফুল বিলবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। ফলে যেসব টিকিট বিক্রি করা হচ্ছে সেগুলো পরবর্তী দিনের অগ্রিম টিকিট।

আরও পড়ুন

শ্যামলী সিনেমা হলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাঁধন বলেন, আমাদের প্রতিদিন চারটা করে শো চলছে। প্রতিটা শো-তেই হাউজফুল থাকছে। দর্শক মোটামুটি ভালোই আসছে।

হলে সিনেমা দেখতে আসা মাহফুজ বলেন, সবসময় সিনেমা দেখা হয় না। ছুটির দিনগুলোতেই মাঝে মধ্যে দেখতে আসি।

তিনি আরও বলেন, বর্তমানে আমাদের যেসব সিনেমা মুক্তি পাচ্ছে, সেগুলো দেখার উপযোগী। মোটামুটি অনেকটাই ভালো সিনেমা তৈরি করছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। যার ফলে দর্শকরা আবারও সিনেমা হলে ফিরে আসছেন। আমরাও সুযোগ পেলেই ভালো সিনেমা হলে দেখতে চলে আসছি।

সিনেমা দেখতে হলে ফিরছে দর্শক, কাউন্টারে ঝুলছে ‘হাউজফুল’

টিকিট নিতে আসা সুমাইয়া আক্তার বলেন, বেশ কয়েকটা ভালো সিনেমা মুক্তি পেয়েছে। দেখেও বেশ ভালোই লেগেছে। এই জন্য তাণ্ডব সিনেমার রিভিউ দেখে ভালো লাগার কারণে দেখতে এসেছি।

সিনেমা হল সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষী আশরাফুল ইসলাম বলেন, দর্শক আসছে প্রচুর। টিকিট পাচ্ছে না। হাউজফুল থাকছে। এখন সিনেমাগুলো ভালো হচ্ছে তাই মোটামুটি ভালোই দর্শক আসছে।

কেআর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।