তাণ্ডবের সিয়ামকে নিয়ে সিনেমা চান ন্যান্সি, যা বললেন রাফী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৭ জুন ২০২৫

কয়েকদিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসি ঠেকাতে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছিলেন, পাইরেসি ঠেকাতে কড়া নজরদারি করছেন তারা। এরপরেও ঠেকানো গেল না।

মুক্তির এক সপ্তাহের মাথায় পাইরেসির কবলে পড়ল শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। তবুও দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখছে। মাল্টিপ্লেক্সগুলোতে ভালো ভিড় লক্ষ করা যাচ্ছে।

ছবিতে একটি ক্যামিও চরিত্রে সাদা এক চোখা ভয়ংকর লুকে ধরা দিয়ে আলোচনায় এসেছেন সিয়াম। তার চরিত্রের নাম আরমান মনসুর। চরিত্রটি দর্শকের মন কেড়েছে। যার প্রমাণ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি।

তিনি সিয়ামের চরিত্রটিকে এতোটাই পছন্দ করেছেন যে এই চরিত্র নিয়েই একটা পূর্ণাঙ্গ সিনেমার দাবি করেছেন। ফেসবুকে এক পোস্টে সিয়ামের ছবি পোস্ট করে তিনি এই ইচ্ছের কথা জানান। সেই পোস্টে সাড়া দিয়েছেন ‘তাণ্ডব’ ছবির পরিচালক রায়হান রাফী।

মঙ্গলবার (১৭ জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টে ন্যান্সি লিখেছেন, ‘আরমান মনসুরকে নিয়ে একটা সিনেমা দেখতে চাই।’

জনপ্রিয় কণ্ঠশিল্পীর পোস্টের মন্তব্যের ঘরে নির্মাতা রাফী সহমত প্রকাশ করেছেন। রাফী লিখেছেন, ‘ওকে, নাজমুন মুনিরা ন্যান্সি আপু।’

অ্যাকশন ঘরানার ‘তাণ্ডব’ বানিয়েছেন রায়হান রাফী। ঈদের দিন ১৩৩টি হলে মুক্তি পায় সিনেমাটি। প্রথমদিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি। এতে শাকিবের সঙ্গে আরও অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, এফ এস নাঈম, রোজী সিদ্দিকী প্রমুখ।

এমআই/এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।