আল মাহমুদের কবিতা থেকে গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২২ জুন ২০২৫

বরেণ্য কবি আল মাহমুদের জনপ্রিয় কবিতা ‘কাক ও কোকিল’। ‘একবার এক শহুরে কাকের দলে মিশে গিয়েছিল গানের কোকিল পাখি/ মনে ছিল তার কোনোমতে কোন ছলে শেখা যায় যদি জীবিকার নানা ফাঁকি/ শুধু গান ছাড়া বুদ্ধির নানা খেলা শিখবে সে এই চালাক কাকের ভিড়ে/ পার হয়ে মহানগরীর অবহেলা কণ্ঠ সাধবে প্রভাতের বুক চিরে’- লাইনগুলো থেকে গান তৈরি করেছেন কণ্ঠশিল্পী তানিম মাহমুদ।

নতুন গানের শিরোনামও রেখেছেন তিনি ‘কাক ও কোকিল’। কবিতাটিতে সুর দিয়েছেন শিল্পী নিজেই। সংগীত আয়োজন করেছেন আইনাস।

বিজ্ঞাপন

তানিম মাহমুদ বলেন, ‘পুরনো সম্পর্কের ফাঁকে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার এক বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এ কবিতায়। সুরের মায়াবী বন্ধনে অন্য উচ্চতা পেয়েছে এটি। গানটা ইনডি রকের ঘরনায় আয়োজন করা হয়েছে। শ্রোতারা গানটি শুনলে আশা করি আপ্লুত হবেন।’

গানটি তানিম মাহমুদের অফিশিয়াল ইউটিউব, ফেসবুক ও স্পটিফাই চ্যানেলসহ সকল ডিজিটাল প্লাটফর্মে সম্প্রতি মুক্তি পেয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।