আস্ত এক দ্বীপের মালিক যে নায়িকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ এএম, ০৩ আগস্ট ২০২৫

বলিউডের নামী নায়িকারা বিলাসিতায় একে অপরকে টক্কর দেন। দামি গাড়ি, বিদেশি ভিলা, প্রাইভেট জেট থেকে শুরু করে কতো কিছুই না কেনন, সংগ্রহে রাখেন। কিন্তু তাই বলে দীপ? ঠিক তাই করেছেন বলিউডের এক অভিনেত্রী। যিনি সব ছাড়িয়ে একেবারে আস্ত একটা দ্বীপ কিনে নিয়েছেন!

তিনি দীপিকা নন, প্রিয়াঙ্কাও নন, আলিয়াও নন। তিনি জ্যাকুলিন ফার্নান্দেজ!

শ্রীলঙ্কান এই লাস্যময়ী নায়িকা নিজের দেশেই ২০১২ সালে কিনেছেন চার একরের একটি ব্যক্তিগত দ্বীপ। এটি শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছাকাছি অবস্থিত। দাম প্রায় ৬ লাখ মার্কিন ডলার। আজকের হিসাবে বাংলাদেশি টাকায় তা প্রায় ৭ কোটি ৩৩ লাখেরও বেশি।

আস্ত এক দ্বীপের মালিক যে নায়িকা

শোনা যায়, দ্বীপে বিলাসবহুল ভিলা তৈরির ইচ্ছা ছিল তার। তবে সেটা নিজের আরাম আয়েশের জন্য নাকি পর্যটকদের জন্য ‘আইল্যান্ড রিসোর্ট’ খুলবেন সে রহস্য এখনও জলের নিচেই রয়ে গেছে। দ্বীপের বুকে কোনো পার্টি হয়েছে কি না, কিংবা টাইগার শ্রফ বা সালমান খানের কেউ গোপনে বেড়িয়ে এসেছেন কি না, সেসবও জানা যায়নি!

২০০৯ সালে ‘আলাদিন’ দিয়ে বলিউডে পা রাখার পর ‘মার্ডার ২’, ‘হাউসফুল’ সিরিজ আর ‘রেস ২’-এর মতো হিট সিনেমায় নিজের অবস্থান পাকাপোক্ত করেন জ্যাকুলিন। সবশেষে তাকে দেখা গেছে ‘হাউসফুল ৫’ ছবিতে। সেটিও দারুণ ব্যবসা করেছে।

অবশ্য পর্দার বাইরে কিছুটা ঝামেলাও পিছু নিয়েছে তার। ২০০ কোটি রুপির প্রতারণা মামলায় জড়িয়ে পড়েছেন তিনি। হয়েছেন একাধিকবার জেরারও মুখোমুখি।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।