বাবা হওয়ার খবর লুকিয়ে রেখেছিলেন জেমস

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২২ অক্টোবর ২০২৫
সন্তান ও স্ত্রীর সঙ্গে জেমস। ছবি: সংগৃহীত

আবারও বাবা হওয়ার খবর লুকিয়ে রেখেছিলেন ব্যান্ডতারকা ফারুক মাহফুজ আনাম জেমস। গত জুন মাসে স্ত্রী নামিয়ার কোলজুড়ে আসে ছেলে, তার নাম রাখা হয়েছে জিবরান আনাম। গত বছর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। জেমসের বয়স ৬২ বছর।

বাবা হওয়ার খবর লুকিয়ে রেখেছিলেন জেমসজিবরান, জেমসের কোলে। ছবি: সংগৃহীত

২০২৩ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে নামিয়ার সঙ্গে জেমসের পরিচয়। লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে এ পরিচয় থেকে প্রণয় ও পরিণয়। জেমসের ব্যাপারে কোনো ধারণাই ছিল না নামিয়ার!

পরিচয়ের এক বছর পর গত বছরের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় বিয়ে করেন জেমস-নামিয়া। চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম হয় জিবরানের। এক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর সন্তান নিয়ে দেশে ফেরেন তারা। জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে। তিনি সেখানকার জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক করেছেন।

বাবা হওয়ার খবর লুকিয়ে রেখেছিলেন জেমসজেমসের বাহুডোরে স্ত্রী নামিয়া। ছবি: সংগৃহীত

সন্তান জন্মের অনুভূতি প্রকাশ করে এক প্রতিক্রিয়ায় জেমস বলেন, ‘এ অনুভূতি অসাধারণ। কীভাবে প্রকাশ করব, ভাষা খুঁজে পাচ্ছি না। এটুকুই বলব, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দিয়েছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।’

১৯৯১ সালে চলচ্চিত্র অভিনেত্রী রথিকে বিয়ে করেন জেমস। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের। তারা যুক্তরাষ্ট্রে গিয়ে বিয়ে করেন। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। প্রথম সংসারে জেমসের রয়েছেন একজন ছেলে ও একজন মেয়ে। দ্বিতীয় সংসারে রয়েছেন একজন মেয়ে।

আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।