কোটির ঘরে দেব, চলছে কোয়েল ও শুভশ্রীর লড়াই

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫
কোটির ঘরে দেব, চলছে কোয়েল ও শুভশ্রীর লড়াই

বড়দিনে টলিউডের বক্স অফিসে জমজমাট লড়াই দেখা গেল। বলিউডের আলোচিত ছবি ‘ধুরন্ধর’-এর ঝড়ের মাঝেই টলিপাড়া দর্শকদের জন্য হাজির হয়েছে তিনটি ভিন্ন ঘরানা ও স্বাদের ছবি। জন্মদিনে দেব হাজির হয়েছেন ‘প্রজাপতি ২’ ছবি নিয়ে। অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ও কোয়েল মল্লিকের ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’ মুক্তি পেয়েছে।

বড়দিন উপলক্ষে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে খুব ভালো করছে দেবের সিনেমসা। প্রথম দুই দিনেই বক্স অফিসের ব্যবসার নিরিখে স্পষ্ট এগিয়ে রয়েছেন দেব।

স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, দেব-মিঠুন জুটির ‘প্রজাপতি ২’ প্রথম দিনে আয় করেছে ৮২ লাখ রুপি। দ্বিতীয় দিনে নেট আয় দাঁড়ায় ৩২ লাখ রুপি। সব মিলিয়ে দু’দিনে ছবিটির মোট আয় ১ কোটি ১৪ লাখ রুপি।

আরও পড়ুন
দুই বছর পর খুবই খুশি অপু বিশ্বাস
ফারুকীর সিনেমার নায়িকা মোদির বিজেপি ছেড়ে এখন মমতার দলে

কোয়েল মল্লিকের ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’ এই দুই দিনে আয় করেছে ২৭ লাখ রুপি। প্রথম দিনে আয় ছিল ২১ লাখ রুপি, তবে দ্বিতীয় দিনে টিকিট বিক্রি কমে নেমে আসে ৬ লাখে। শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সবচেয়ে পিছিয়ে, দুই দিনে মোট আয় মাত্র ২৪ লাখ রুপি। প্রথম দিনে ১৮ লাখ হলেও দ্বিতীয় দিনে টিকিট বিক্রি কমে দাঁড়ায় ৬ লাখ রুপিতে।

এই ফলাফল আবারও প্রমাণ করল, টলিউডে বক্স অফিস কিং দেবের দাপট। ২০২৫ সালের শুরু থেকেই তিনি দর্শক টানাতে সক্ষম হয়েছেন। বছরের শুরুতে ‘খাদান’ দিয়ে, তারপর ‘ধুমকেতু’ দিয়ে ঝড় তুলেছিলেন। আসন্ন ছবি ‘রঘু ডাকাত’-কেও ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। বড়দিনে ‘প্রজাপতি ২’ আবার তার দাপটের সাক্ষ্য দিয়েছে।

তবে এই সাফল্যের মাঝেও বিতর্ক দেবকে ছাড়ে নি। নন্দন সিনেমাহলে ‘প্রজাপতি ২’ জায়গা পায়নি। নিন্দুকদের একাংশের মতে, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ও রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে ছবি করার মাশুলই গুনতে হচ্ছে দেবকে।

বড়দিনের ছুটিতে বক্স অফিসে তিন ছবির লড়াই দেখলেই বোঝা যায়, দর্শকরা এখনও দেবের ছবি পছন্দ করেন। একই সঙ্গে কোয়েল ও শুভশ্রীও বক্স অফিসে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। ফলে টলিপাড়ায় বড়দিনের এই তিন ছবির লড়াই ছিল দর্শকদের জন্য এক রঙিন বিনোদনের উৎসব।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।