যেখানে যেভাবে হচ্ছে জেফার-রাফসানের বিয়ে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬
ঘর বাঁধতে যাচ্ছেন জেফার-রাফসান

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে আজ বুধবার (১৪ জাুনয়ারি) সন্ধ্যায় বিয়ে করছেন কণ্ঠশিল্পী-অভিনেত্রী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। খবরটি জাগো নিউজ নিশ্চিত করেছেন দুজনের ঘনিষ্ঠজন। তারা জানান, সপ্তাহখানেক ধরেই বিয়ের পরিকল্পনা চলছে। বর্ণাঢ্য আয়োজন রয়েছে তাদের।

জানা গেছে, আজ সকাল গায়ে হলুদের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সেখানে অংশ নেবেন দুই তারকার পরিবার-পরিজন। আসবেন শোবিজের অনেকেই।

এরপর সন্ধ্যায় ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সেখানেই হবে নব দম্পতির ফুলশয্যা।

আরও পড়ুন
জেফারের সঙ্গে পরকীয়াতেই কি ঘর ভেঙেছিল রাফসানের, ফিরে এলো সেই গুঞ্জন
অবশেষে বিয়ে করছেন জেফার ও রাফসান

যদিও বিয়ের বিষয়ে যোগাযোগ করা হলে গায়িকা জেফার রহমানের কাছ থেকে কোনো সাড়া মেলেনি।

গত কয়েক বছর ধরেই রাফসান সাবাব ও জেফার রহমানের প্রেমের গুঞ্জন চলছিল। তবে দুজনেই এত দিন এটিকে বন্ধুত্ব বলে এসেছেন। এ সময়ে সামাজিক বিভিন্ন অনুষ্ঠান থেকে থাইল্যান্ডে একান্ত সময় কাটাতেও দেখা গেছে দুজনকে। তবে প্রেম নিয়ে মুখ খোলেননি তারা। এবার সব গুঞ্জনে সিলমোহর মেরে ঘর বাঁধতে চলেছেন দুই ভুবনের দুই তারকা।

প্রসঙ্গত, এটি জেফারের প্রথম বিয়ে হলেও রাফসানের দ্বিতীয়। তিনি এর আগে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেছিলেন। ২০২৩ সালের শেষ দিকে সেই সংসারের ইতি টানেন রাফসান।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।