দেবের নামে চালু হলো বিশেষ ডাকটিকিট

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬
দেবের নামে চালু হলো বিশেষ ডাকটিকিট

কলকাতার রুপালি পর্দা ও রাজনীতির জগতে সমানভাবে জনপ্রিয় দেব। তার নামে এবার চালু হলো ভারতীয় ডাক বিভাগের বিশেষ ডাকটিকিট। টানা দুই দশকের বেশি সময় ধরে বিতর্ক, সমালোচনা এবং সাফল্যের মধ্যে দিয়ে বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা ও সাংসদ হিসেবে অবস্থান গড়ে তোলা দেব এবার পেয়েছেন এক অনন্য স্বীকৃতি।

শনিবার দেব নিজেই সামাজিক মাধ্যমে ডাকটিকিটের ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, ট্রেনের ইঞ্জিনের পটভূমিতে উজ্জ্বলভাবে ফুটে উঠেছে দেবের মুখচ্ছবি। এই ব্যতিক্রমী সম্মানে অভিভূত অভিনেতা-সাংসদ ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানান।

দেব বলেন, ‌‘আমি ভীষণভাবে সম্মানিত ও অভিভূত। আমার নামে ডাকটিকিট প্রকাশিত হবে এটা কখনোই কল্পনায় ছিল না। ইন্ডিয়া পোস্টকে আন্তরিক ধন্যবাদ।’

আরও পড়ুন
ধানুষের সঙ্গে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন ম্রুনাল
কবে মুক্তি পাচ্ছে প্রভাসের ‘স্পিরিট’

তিনি আরও যোগ করেন, ‘এমন সম্মানের যোগ্য হিসেবে বিবেচিত হওয়াটাই আমার কাছে পরম প্রাপ্তি। একজন মানুষ হিসেবে মানুষের ভালোবাসা ও বিশ্বাসের এই স্বীকৃতি আমি আজীবন মনে রাখব।’

জানা গেছে, শুক্রবার দেব নিজের সংসদীয় এলাকা ঘাটালে একটি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রথমবারের মতো এই ডাকটিকিট প্রকাশ্যে আনেন। মুহূর্তেই ঘাটালজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। স্থানীয় মানুষদের পাশাপাশি দেবের ভক্তরাও এই বিশেষ সম্মানে আনন্দ প্রকাশ করেন।

এই ডাকটিকিট দেবের দীর্ঘকালীন জনপ্রিয়তা এবং তার কর্মজীবনের সাফল্যের প্রতি ভারতীয় ডাক বিভাগের এক অনন্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। ভক্তদের মধ্যে এখন থেকেই শুরু হয়েছে এই ডাকটিকিট সংগ্রহ করার উদ্দীপনা।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।