নতুন গান নিয়ে হাজির রমা


প্রকাশিত: ০১:০১ পিএম, ১৬ আগস্ট ২০১৬

এরইমধ্যে বেশ কয়েকটি গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন সংগীতশিল্পী রমা। তার জনপ্রিয়তা পাওয়া গানগুলোর তালিকায় আছে ‘ভালো লাগে না’, ‘এক মুঠো রোদ’, ‘দিগন্ত ছুঁয়ে দিও’সহ বেশ কয়েকটি গান। এছাড়া, নিয়মিত প্লেব্যাকও করছেন এই সংগীতশিল্পী।

এবার রমার সেই জনপ্রিয়তার পালে নতুন হাওয়া লেগেছে। নতুন একটি গানের অডিও-ভিডিও নিয়ে হাজির হচ্ছেন রমা। গানের শিরোনাম ‘দৃষ্টির সীমানায়’। সুর ও সংগীত করেছেন মানাম আহমেদ। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির ভিডিও করেছে স্টারমেকার্স।

গানটি নিয়ে রমা বলেন, ‘খানিকটা ক্লাসিক্যাল ধাঁচের এই গানটার সুরে এক ধরনের নতুনত্ব আছে যেটা আশা করছি শ্রোতাদের ভাল লাগবে। এই গানে আমি আমার আগের গানগুলোর চেয়ে আরও অনেকটা পরিণত গায়কী আনার চেষ্টা করেছি। বাকীটা শ্রোতারা বিচার করতে পারবেন।’

তিনি জানালেন, জিপি মিউজিকে পাওয়া যাচ্ছে রমার নতুন এ গানটি। ইউটিউবেও পাওয়া যাবে। এটি শিল্পীর ৩য় একক অ্যালবামে থাকবে।  

চলতি বছরে আরো দুটো গানের ভিডিও প্রকাশ হয়েছে এই শিল্পীর। এ গানগুলো হচ্ছে জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবরের সাথে ‘কি চাও তুমি’ ও ডিজে রাহাত ফিচারিং রমা ‘দূর বহুদূর’। এর আগে ‘স্বপ্নের দিগন্ত ছুঁয়ে’ ও ‘স্বপ্নযাত্রা’ নামে দুটি একক অ্যালবাম প্রকাশ হয় তার।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।