রিয়েলম্যান সোনিয়া সাবাব (দেখুন ছবিতে)
কয়েক মাস ধরেই বাংলা চলচ্চিত্রে চলছে নবাগত নায়িকাদের জয়জয়কার। সোনিয়া সাবাবও তাদেরই একজন। বদরুল আমিন পরিচালিত রিয়েলম্যান ছবির মাধ্যমে আলোচনায় এসেছেন সোনিয়া সাবাব।
এই ছবিতে তার সঙ্গে রয়েছে আলোচিত চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। এরই মধ্যে ছবির শুটিং ও ডাবিং শেষ হয়েছে।
এই ছবিতে সোনিয়া সাবাব, হ্যাপি ছাড়াও রয়েছেন অমিত হাসান, আলীরাজ, সুচরিতা, রেহানা জলি, সাঙ্কু পাঞ্জা, ইলিয়াস কোবরাসহ আরও অনেকে।
ছবিগুলো তার ফেসবুক থেকে সংগৃহিত