বিয়ে করেছেন আরেফিন শুভ!


প্রকাশিত: ০৪:৫৭ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

সিনেমায় একটা ভালো অবস্থান গড়ে তোলার জন্য নাচ শিখতে ভারত গিয়েছিলেন আরেফিন শুভ। নাচের ওপর প্রশিক্ষণও শেষ করে এসেছেন।  আর নাচ শিখতে গিয়ে ভারতেরই এক মেয়েকে বিয়ে করেছেন আরেফিন শুভ, এমন খবরই ভেসে বেড়াচ্ছে বাতাসে। কনের নাম অর্পিতা এবং তিনি ভারতের কলকাতার বাসিন্দা।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, নাচ শিখতে কলকাতায় থাকাকালীন অর্পিতার সঙ্গে আরেফিন শুভর পরিচয় হয়। এরপর দুজনার মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। গেল সপ্তাহে কলকাতায় তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

শুভর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময় অর্পিতাকে ঘরে তুলতে পারেন শুভ। এজন্য প্রস্তুতিও নাকি নিচ্ছেন তিনি। তবে এবিষয়ে মুখ না খুললেও, অস্বীকারও করেননি শুভ।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।