শৈশবের রোজা ছিল অ্যাডভেঞ্চারের মত : নিরব


প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৩ জুন ২০১৭

রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। প্রত্যেক মুসলমানই চেষ্টা করেন প্রতিটি রোজা রাখার। তারকারাও এর ব্যতিক্রম নন। শুটিংসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি তারাও রোজা রাখার চেষ্টা করেন।

চিত্রনায়ক নিরবও তেমনটাই করেন। জাগো নিউজের পাঠকদের জন্য রমজানের ১৭তম দিনে নিরব জানালেন তার প্রথম রোজা রাখা ও  শৈশবে রোজা রাখার অভিজ্ঞতা-

শৈশবে রোজা রাখাকে এমনই ‘অ্যাডভেঞ্চার’ মনে করতেন নিরব। তিনি বলেন, ‘প্রথম যখন রোজা রাখি তখন আমার বয়স কত হবে সেটা বলতে পারব না। যতদূর মনে পড়ছে আমার বয়স ছিল ৬ বছর। মাত্র স্কুলে ভর্তি হয়েছি। তবে আমার এটা মনে আছে, রোজা রাখা মানেই ছিল ‘অ্যাডভেঞ্চার’!

সেটা কেমন? নিরব বলেন, ‘অনেক প্রস্তুতি নিয়ে রোজা রাখতাম। সবসময়য় সিরিয়াস থাকতাম, নামাজ আদায় করতাম। যত কষ্টই হোক রোজা ভাঙা যাবে না এটা মাথায় রাখতাম। ভাই-বোনদের মধ্যে সবার ছোট হওয়ায় আব্বা-আম্মার কাছে আমার ছিলো বাড়তি কদর। তারা আমি যাতে কষ্ট না পাই সেজন্য বলতেন অর্ধেক রোজা রাখতে। মানে তারা বোঝাতেন, সেহেরি খেয়ে দুপুরে রোজা ভাঙলে অর্ধেক রোজা হয়! কিন্তু আমি সেটা শুনতাম না। যত কষ্টই হোক রোজা রাখতাম।’

নিরব বলেন, ‘এরপর যখন সবকিছু বুঝতে শিখি তখন থেকেই রোজা রাখি। শুটিং কিংবা অন্যান্য কাজে থাকলেও রোজা পালনের চেষ্টা করি। আমি মনে করি, সারাদিন দানা-পানি উপোস করে থাকা মানেই রোজা পালন নয়। সঠিকভাবে নামাজ আদায় করা, নিজেকে সংযত রাখাও রোজার নিয়ামক। আমি সেটা করার চেষ্টা করি।’

নিরব বর্তমানে অভিনয় করছেন ‘হৃদয় জুড়ে’, ‘রৌদ্র ছায়া’ নামের দুটি ছবিতে। এছাড়া তার অভিনীত ‘গেম রিটার্সন’ ও ‘টার্গেট’ নামের দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। দেশ ছাড়িয়ে বলিউডে ‘শয়তান’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন নিরব। সেই ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।