গল্প এবং চরিত্রে মনোযোগ দিয়েছি : নাদিয়া


প্রকাশিত: ০৯:১৩ এএম, ১৩ জুন ২০১৭

ঈদ উপলক্ষে বেশ কিছু নাটক-টেলিছবির শুটিং করছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। নাটকগুলোতে যেন নতুনত্ব খুঁজে পান দর্শকরা সেই দিকটা মাথায় রাখছেন তিনি। জাগো নিউজকে ঈদ ব্যস্ততা নিয়ে জানাতে গিয়ে এমনটাই বলেছেন নাদিয়া।

তিনি বলেন, ‘এবারের নাটকগুলোতে আমার প্রত্যেকটি চরিত্রেই বৈচিত্র্যতা খুঁজে পাবেন দর্শক। আমি এবার গল্পে এবং চরিত্রে যথেষ্ট মনোযোগ দিয়েছি। সবমিলিয়ে এবারের ঈদের নাটকগুলো আমারই হৃদয় ছুঁয়ে গেছে। আশা করি দর্শকেরও মন ছুঁয়ে যাবে।’

এরই মধ্যে অভিনেতা শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় একটি নাটক এবং সকাল আহমেদের নির্দেশনায় মাহফুজ আহমেদের বিপরীতে দুটি নাটকে অভিনয় করেছেন নাদিয়া। এই দুটি নাটক নিয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেন এই অভিনেত্রী। পাশাপাশি অন্য নাটকগুলোও দর্শকের ভালো লাগবে বলে জানান তিনি।

Nadia Ahmed

এরই মধ্যে নাদিয়া ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচারের জন্য শেষ করেছেন শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ‘রবিনহুড আসেনাই তাই’, সকাল আহমেদ’র ‘২০০ কাঠবেলি’, ‘ব্লাইন্ডনেস’, মীর সাব্বিরের ‘স্বার্থই সকল সুখের মূল’, তাইফুর আশিকের ‘তোর কপালে দুঃখ আছে’, আনিসুজ্জামানের ‘অবশেষে অবসান’, মিনহাজের ‘স্বীকৃতি’ ইত্যাদি নাটকগুলোর শুটিং।

নাদিয়া বলেন, ‌‘আগামীতে আরও কিছু নাটকের শুটিং বাকি আছে। আজ থেকে শুরু হয়েছে বদরুল আনাম সৌদের নাটকের দৃশ্যধারণ। এরপর শান্তির নির্দেশনায় আরও দু’টি নাটকের কাজ করব।’

এছাড়া আগামীতে ঈদে বিটিভিতে আনজাম মাসুদের ‘পরিবর্তন’ ম্যাগাজিন অনুষ্ঠানে নৃত্য পরিবেশ করতে দেখা যাবে নাদিয়াকে। তিনি বলেন, ‘অনেকদিন পর আবার নৃত্য পরিবেশন করলাম। আমি নাচের মধ্যে আলাদা তৃপ্তি খুঁজে পাই। ‘পরিবর্তন’ অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়, তাদের অনুষ্ঠানের ভাবনা ইউনিক। সেজন্য পারফর্ম করেছি।’

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।