সন্তানের সাথে রিতেশ ও জেনোলিয়া


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২৭ মে ২০১৫

দীর্ঘদিন প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউডের আলোচিত জুটি রিতেশ দেশমুখ ও সুইট গার্ল জেনেলিয়া ডি সুজা।

তারপর সুখে শান্তিতে তারা বাস করতে লাগলেন। সেই সংসার আলো করে গত বছরের ২৫ নভেম্বর জন্ম নেয় এক পুত্র সন্তান।

নিজেদের প্রথম সন্তান নিয়ে রিতেশ-জেনেলিয়া দুজনই ছিলেন বেশ উচ্ছ্বসিত। তারা সন্তানের নাম রাখেন রিয়ান। কিন্তু সন্তানকে নিয়ে তারা প্রকাশ্যে আসেননি একবারও।

অবশেষে পর্দা ওঠলো। সন্তান জন্ম নেয়ার প্রায় ছয় মাস পর তাকে ক্যামেরার সামনে আনলেন রিতেশ দম্পত্তি। সম্প্রতি নিজের টুইটারে একটি পারিবারিক ছবি পোষ্ট করেন রিতেশ দেশমুখ। আর সেখানেই দেখা যায় রিয়ানকেও।

ছবিটির ক্যাপশনে ছিলো ‘রিয়ান আমাদের পরিপূর্ণ করেছে।’
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

আরএএইচ/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।