মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইডের বিচারক মোনালিসা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৫ অক্টোবর ২০১৭

মোনালিসা এখন মার্কিন প্রবাসী। দু-তিন বছর পর বাংলাদেশে বেড়াতে আসেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) তার জন্মদিন। আর এই শুভ দিনেই তিনি দিলেন একটি সুখবর। সেটি হচ্ছে, ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড’র বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি।

নিজের ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানান মোনালিসা। তিনি লিখেছেন, ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড’র আন্তর্জাতিক তারকা বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি, যা বাংলাদেশের কোনো তারকার জন্য প্রথম। তাই দারুণ উচ্ছ্বাসিত তিনি। সবার কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন।’

শুক্রবার (৬ অক্টোবর) আমেরিকার নিউ জার্সির রয়েল আলবার্ট’স প্যালেসের দ্য প্লাজায় অনুষ্ঠিত হবে ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড’। প্রথম দিন ইভেনিং গাউন আর দ্বিতীয় দিন ভারতীয় পোশাকে সেজে বিচারকদের সামনে আসবেন প্রতিযোগীরা।

মোনালিসা এখন আমেরিকার টাইম টেলিভিশনে হেড অব প্রোগ্রাম ও ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। সবশেষ গত এপ্রিলে বাংলাদেশে এসেছিলেন তিনি।

এনই/এলএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।