ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক বিপাশা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৫ নভেম্বর ২০১৭

বেশ ঘটা করেই শুরু হতে যাচ্ছে ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের ‘নারী চলচ্চিত্র নির্মাতা’ বিভাগে বিচারক হিসেবে থাকছেন নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াত।

নয় দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ১২ জানুয়ারি থেকে। সেখানে বিপাশা হায়াতের পাশাপাশি বাংলাদেশ থেকে বিচারক থাকবেন মোরশেদুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, নুরুল আলম আতিক।

বিপাশা হায়াত এ প্রসঙ্গে বলেন, ‘উৎসবে বিচারক হিসেবে যোগ দেয়াটা আনন্দের। এখানে বৈচিত্রময় অভিজ্ঞতা অর্জিত হবে। বেশ ভালো সময় কাটবে আশা করছি।’

আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবে ঢাকার পাঁচটি মিলনায়তনে বিশ্বের ৬০টি দেশের ১৭০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিচারক হিসেবে আরও থাকছেন নরওয়ের এজ হফার্ট, যুক্তরাষ্ট্রের গ্যারি স্প্রিঞ্জার, সিডনি লেভাইন, ভারতের গিরীশ কাসারাভাল্লি, ইরানের মোহাম্মদ হাসান আমির ইয়োসেফি, ইতালির অ্যানা কোচিয়ারেলা, আন্ড্রেয়া মর্গহেন, নেপালের অরুণ দেও জোশি, রাশিয়ার লিয়া গিলমাতদিনোভা, ফিনল্যান্ডের মেরজা রিতোলা।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।