মান্নার আম্মাজান রিমেক হবে হিন্দিতে!


প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০৬ জুলাই ২০১৫

ঢাকাই ছবির তুমুল জনপ্রিয় তারকা প্রয়াত মান্নার সবচেয়ে জনপ্রিয় এবং ব্যবসাসফল ছবির একটি হলো ‘আম্মাজান’। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এ ছবিটিতে মান্না এবং তার মায়ের ভূমিকায় শবনমের হৃদয়ছোঁয়া অভিনয় এখনো ভুলতে পারেনি দর্শক। সঙ্গে ছিলেন মৌসুমি।

শুধু ছবিই নয়, `আম্মাজান আম্মাজান, আপনি বড় মেহেরবান’ গানটি ঢাকাই সিনেমা জগতে সর্বাধিক জনপ্রিয় গানের একটি। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চু।

‘আম্মাজান’ ছবিটির প্রতি দর্শকের এই আগ্রহ দেখেই জাজ মাল্টিমিডিয়া এই আলোচিত সিনেমাটিকে রিমেক করার উদ্যোগ নিয়েছে।

শুধু তাই নয়, শোনা যাচ্ছে ছবিটি হিন্দিতেও নির্মিত হতে পারে। ছবিটি হবে যৌথ প্রযোজনার।

এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিম উল্লাহ খোকন বলেন, আমরা ‘আম্মাজান’ ছবিটি রিমেক করার সিদ্ধান্ত নিয়েছি। ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে। কথাবার্তা চলছে। কোন ভাষায় হবে তা এখনই বলতে পারছি না। কারণ এখনো কোনোকিছুই ঠিক হয় নি।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।