ঢাকাই ছবির নতুন জুটি রিও-লিয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮

সিনেমায় আসছে নতুন আরও এক জুটি। নবাগত অভিনেতা ফারহান খান রিও ও লিয়ানা লিয়া চুক্তিবদ্ধ হয়েছেন ‘আর’ নামের একটি ছবিতে। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত রেস্তোরায় অনুষ্ঠিত হলো সিনেমাটির মহরত। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক, কলাকুশলি, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা।

সিনেমায় অভিনয় প্রসঙ্গে রিও বলেন, ‘যারাই মিডিয়ার বিভিন্ন শাখায় কাজ করেন, তা হতে পারে মডেলিং কিংবা নাটকে অভিনয়, তাদের সবারই চূড়ান্ত লক্ষ্য থাকে সিনেমায় অভিনয়। আমার লক্ষ্যও সেই দিকেই ছিলো। আমার প্রত্যাশা এই সিনেমার মাধ্যমে আমার কাঙ্খিত লক্ষ্য পূরণের পাশাপাশি বাংলাদেশি সিনেমাপ্রেমীরা নতুন একজন অ্যাকশন হিরোকে পর্দায় দেখতে পাবেন।’

লিয়ানা লিয়া বলেন, ‘সিনেমার গল্প আমার খুবই ভালো লেগেছে। এই সিনেমার মাধ্যমে নতুন রুপে হাজির হবো।’

lia

অন্যদিকে মহরতের আগে থেকেই সিনেপাড়ায় গুঞ্জন রটেছে এই সিনেমায় নাকি মাহিয়া মাহি কিংবা একজন জনপ্রিয় সংগীতশিল্পীর সাবেক স্ত্রী অভিনয় করছেন। যিনি মিডিয়ার অত্যন্ত পরিচিত মুখ। তাহলে সেই প্রিয় মুখের নাম কী? এমন প্রশ্নে সিনেমার প্রযোজক রিফাত দিলেন অত্যন্ত কৌশলী উত্তর।

বলেন, ‘আমরা চাইছি একটা চমক নিয়ে সবার সামনে উপস্থিত হতে। খুব শিগগিরই আপনারা সেই চমক দেখতে পাবেন।’ পাশাপাশি সিনেমার নাম ‘আর’ কেন ছবিটির পরিচালকের নাম নিয়েও রহস্য চেপে রাখলেন প্রযোজক। তিনি বলেন, ‘শিগগিরই সব কৌতুহল মিটে যাবে সবার। আমি চাইছি বিগ বাজেটে ভালো কিছু করতে। এখানে অনেক চমক থাকবে।’

খুব শীঘ্রই বাংলাদেশের বিভিন্ন মনোরম লোকেশনে করা হবে সিনেমার দৃশ্যধারণের কাজ। সিনেমাটি প্রযোজনা করছে দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান উইংস এন্টারটেইনমেন্ট। এই সিনেমার মাধ্যমেই প্রযোজনায় যাত্রা শুরু করলো প্রতিষ্ঠানটি। যেখান থেকে নিয়মিত সিনেমা নির্মাণ করা হবে বলেও গণমাধ্যমকে জানান প্রযোজনক রিফাত।

এলএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।