সেলফি তোলা যাবে না কানে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ২৫ মার্চ ২০১৮

বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন কান উৎসবের লাল গালিচায় সেলফি নিষিদ্ধ করা হয়েছে। ছবির প্রিমিয়ারের আগে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতেই এমন সিদ্ধান্ত। শুক্রবার (২৩ মার্চ) ফিল্ম ফ্রাঁসোয়া ম্যাগাজিনকে উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো বলেছেন, ‘লালগালিচায় দর্শকদের জন্য সেলফি নিষিদ্ধ থাকবে।’

এর আগে ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন এই উৎসবের লালগালিচায় সেলফি নিষিদ্ধ করতে চেয়েছিলেন থিয়েরি ফ্রেমো। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেন। কিন্তু এবারের নিষেধাজ্ঞা পরিবর্তনের কোনও সুযোগ নেই। কারণ, তার চোখে ‘সেলফি তোলা হাস্যকর!’

তবে যেসব ছবির প্রদর্শনী হবে সেগুলোর কলাকুশলীদের মধ্যে যারা লালগালিচায় পা মাড়াবেন, তাদের ওপরও এই নিষেধাজ্ঞা থাকবে কিনা তা স্পষ্ট নয়। লালগালিচায় ড্রেসকোড হলো টাক্সেডো ও ইভেনিং গাউন।

কান ফিল্ম ফেস্টিভালে সাধারণ মানুষ খুব বেশি সেলফি তোলেন না। হলিউড স্টাররাই সেখানে সেলফি নিতে ব্যস্ত থাকেন। অনেকসময় ফ্যানেদের সঙ্গেও সেলফি তোলেন তারা। তার থেকেও বেশি ব্যস্ত থাকেন ফোটোগ্রাফারদের পোজ দিতে। সেই কারণে প্রায়ই ভিড় জমে যায় রেড কার্পেটে। এবার তারাও সেলফি তোলা থেকে বিরত থাকবেন হয় তো। আগামী ৮ মে শুরু হবে কান উৎসবের ৭১তম আসর। এ আসর চলবে ১৯ মে পর্যন্ত।

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।