আবারও জুটি বাঁধলেন মোশাররফ করিম ও অপর্ণা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৭ জুন ২০১৯

বাংলা নাটকের সুপারস্টার মোশাররফ করিম। ক্যারিয়ারে তিনি বহু অভিনেত্রীর বিপরীতে জুটি বেঁধেছেন। এ প্রজন্মের অভিনেত্রী অপর্ণা ঘোষের সঙ্গেও তিনি কাজ করেছেন। প্রশংসিত হয়েছে এই জুটির কাজগুলো।

সেই ধারাবাহিকতা নিয়ে আবারও জুটি বেঁধেছেন তারা। কাজ করলেন ঈদ উপলক্ষে একটি নাটকে।

বিজ্ঞাপন

মাবরুর রশিদ বান্নাহর রচনা ও পরিচালনায় এ নাটকের নাম ‘আমাদের দিন রাত্রি’। বাংলাভিশনে
এটি প্রচার হবে আজ ঈদের ৩য় দিন বিকেল ০৫ টা ১৫ মিনিটে।

পরিচালক জানান, ‘প্রতি বছরই চেষ্টা করি কিছু ব্যতিক্রমী ভাবনার কাজ নিয়ে দর্শকের বিনোদন দিতে। এবারেও সেই চেষ্টার ত্রুটি ছিলো না। সময়ের জনপ্রিয় দুই তারকাকে নিয়ে নির্মাণ করেছি ‘আমাদের দিন রাত্রি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এটা গল্প প্রধান একটি কাজ। জীবনের অনেক কিছুই ফুটে উঠবে এই নাটকে। দর্শক গল্প ও চরিত্রগুলোর ভেতরে নিজেকে খুঁজে পাবেন খুব সহজেই। আশা করছি নাটকটি ভালো সবার।’

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।