জন কবিরের বাবার মৃত্যু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৪ জুন ২০১৯

গায়ক ও অভিনেতা জন কবির। আজ সোমবার তিনি বাবাকে হারালেন। জন কবিরের বাবা কাজী আলমগীর কবির আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জন কবির তার বাবার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জন বলেন, ‘বাবা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। বার্ধক্যজনিত অসুখসহ নানা রোগ দেখা দিয়েছিলো। এছাড়া বেশ কিছুদিন আগে ওনার ওপেন হার্ট সার্জারিও হয়েছিল।

সম্প্রতি হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে বাবাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ আমাদের ছেড়ে তিনি না ফেরার দেশে চলে গেলেন।’

পিতৃশোকে কাতর এই অভিনেতা সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।

জন জানান, তার বাবা কাজী আলমগীর কবিরকে কোথায় দাফন করা হবে সে বিষয় এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ তার ভাই শাহনূর কবির বর্তমানে কানাডায় রয়েছেন। তিনি দেশে ফেরার পর মরদেহ দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।