কেন গান ছেড়ে দিচ্ছেন বিতর্কিত গায়িকা নিকি?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৯

বিশ্ব সংগীতের এই সময়ের আলোচিত ও বিতর্কিত কণ্ঠশিল্পী নিকি মিনহাজ গান গাওয়া ছেড়ে দিচ্ছেন। আর নাকি গান গাইবেন না তিনি। সঙ্গীত জগত্ থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন মার্কিন এ গায়িকা। আর কোথাও গান গাইতে দেখা যাবে না নিকিকে।

হঠাৎ করেই কেনো গান ছেড়ে দিচ্ছেন জনপ্রিয় এই গায়িকা? টুইটারে গান ছেড়ে দেওয়ার কারণ জানিয়েছেন নিকি মিনহাজ। তিনি জানান, তার এমন সিদ্ধান্ত সংসারী হওয়ার জন্য। গান থেকে অবসর নিয়ে এবার পার্টনার কেনেথ জু পেটির সঙ্গে সংসার শুরু করতে চান নিকি মিনহাজ।

বিজ্ঞাপন

টুইটে নিকি লিখেছেন,‘গান থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ঠিক করেছি পরিবারের সঙ্গে থাকব। জানি আপনারা এ বার খুশি হবেন। ভক্তরা আমায় বার্তা পাঠিয়ে যেয়ো যতদিন আমি বাঁচব।’

হঠাৎ নিকির এমন ঘোষণায় অবাক হয়েছেন ভক্তরা। এর আগে কখনও অবসর নেওয়ার কথা মুখে নিতেও শোনা যায়নি তাকে। একটি নতুন অ্যালবাম করবেন বলেও দিনকয়েক আগে ইঙ্গিত দিয়েছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

গত ১৮ জুলাই সৌদি আরবে জেদ্দায় একটা কনসার্টে গান গাওয়ার কথা ছিলো নিকির। সৌদি আরবে হজের মৌসুমে মার্কিন র্যাপ তারকা নিকি মিনাজের কনসার্ট নিয়ে সৌদিসহ বিশ্বব্যাপী হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। পরে অবশ্য এই কনসার্টটি বাতিল করা হয়।

এমএবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।