বুবলী বললেন দেখা হবে চার বছর পর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০১ মার্চ ২০২০

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর প্রেম নিয়ে গুঞ্জন চলছে অনেক দিন থেকেই। এমনকি অনেকে দাবি তুলেছেন বুবলী নাকি গর্ভবতী! সন্তান জন্মদানের জন্য সম্প্রতি তিনি বিদেশে গেছেন বলেও গুঞ্জন উঠেছিল কিছুদিন আগে।

শুধু তাই নয়, ২৫ হাজার মার্কিন ডলার দিয়ে বুবলীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন শাকিব খান সন্তান নষ্ট করতে এমন গুজবও উড়েছে। তবে কোনোটারই সত্যতা পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এদিকে নায়িকা বুবলীর পারিবারিক সূত্রে জানা গেছে, মোটেও বিদেশে যাননি এই সুন্দরী। তিনি রয়েছেন ঢাকার উত্তরায় নিজ বাসভবনেই। আপাতত ব্যক্তিগত কারণে মিডিয়ার ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে ছাড়া যোগাযোগ রাখছেন না এ নায়িকা।

Bubly-01

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে গতকাল ছিল লিপইয়ার বা অধিবর্ষ। প্রতি চার বছর পর পর এই দিন আসে। তাই অনেকে দিনটি বিশেষভাবে উদযাপন করেন। উদযাপন করেছেন বুবলীও। গতকাল রাতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সেখানে ক্যাপশনে লিখেছেন- ‘হ্যালো #লিপইয়ার ২৯.০২.২০২০। চার বছর পর ফের দেখা হবে ইনশাআল্লাহ’। এটি নিয়ে বেশ মজা করছেন তার ভক্ত-অনুরাগীরা।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।