করোনার ভয়ে ধূমপান ছাড়লেন আফরান নিশো

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৪ পিএম, ২২ এপ্রিল ২০২০

বর্তমান সময়ের ছোটপর্দার জনপ্রিয় তারকা আফরান নিশো। তার নাটক-টেলিছবিগুলো দর্শকের বিশেষ আগ্রহে থাকে।

বর্তমানে করোনা রুখতে লকডাউনে বাসাতেই বসে সময় পার করছেন এ অভিনেতা। ঘরে বসে আজ তিনি দিয়েছেন এক দারুণ খবর। ধূমপান ত্যাগ করেছেন আফরান নিশো।

বিজ্ঞাপন

নিজের ফেসবুকে তিনি লিখেছেন, 'কতজন মানুষ জীবিত আছেন? বলবেন কি?
আওয়াজ দিয়েন। আওয়াজটা বড় হলে কলিজায় শান্তি পাবো হয়তো। মৃত্যুর কেলেঙ্কারিতে একটু দম নেয়া, আর কি!'

স্ট্যাটাসের শেষ অংশে এই অভিনেতা আরও লেখেন, 'সবাই নাকি আজকাল মৃতর সংখ্যাটাই খোঁজে, তাই?'

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসবের বাইরে ঘরবন্দি নিশো নিজের পরিবারকে বেশি সময় দিচ্ছেন বলে জানা গেছে। নিজেকে পরিবর্তনও করছেন তিনি। দীর্ঘদিনের ধূমপান করার অভ্যাস ছেড়ে দিয়েছেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ প্রসঙ্গে নিশো জানিয়েছেন, 'আমি অনেকবার সিগারেট ছেড়ে দিতে চেয়েছিলাম। এই সময়টায় এসে সেটা পেরেছি। এক মাসের বেশি সময়ে একটা সিগারেটও ধরিনি। এই অভ্যাসটা ত্যাগ করেছি।'

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।