নিশো-মেহজাবীনকে দিয়ে মাছরাঙার নতুন যাত্রা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৭ আগস্ট ২০২০

দর্শকদের জন্য সুখবর নিয়ে এলো মাছরাঙা টেলিভিশন। সেপ্টেম্বর মাস থেকে সপ্তাহে পাঁচ দিন একক নাটক প্রচার করবে চ্যানেলটি। আর একদিন দেখা যাবে টেলিফিল্ম। চ্যানেল কর্তৃপক্ষ আজ ২৭ আগস্ট নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

তারা বলছে, সপ্তাহের প্রতি শুক্রবার রাত ৯টায় সাপ্তাহিক নাটক এবং শনিবার রাত ৮টা ৩০ মিনিটে টেলিফিল্ম প্রচারিত হয় নিয়মিতভাবে। এখন তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও চারটি একক নাটক। প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ১১টায় একক নাটক প্রচার হবে।

সবমিলিয়ে সপ্তাহে পাঁচটি একক নাটক এবং একটি টেলিফিল্ম দেখতে পাবেন দর্শক।

নাটকের এই নতুন সূচি সম্পর্কে মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের ইনচার্জ এ এম আরিফুর রহমান বলেন, ‘পথচলার শুরু থেকেই মাছরাঙা টেলিভিশন নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একক নাটক এবং টেলিফিল্ম প্রচার করে আসছে। গল্পনির্ভর, রুচিশীল নাটক প্রচারের কারণে মাছরাঙা আলাদা দর্শকশ্রেণি তৈরি করতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশে নাটকের দর্শক বেড়েছে। খণ্ড নাটকের প্রতি দর্শকদের আগ্রহ বরাবরই বেশি। তাই আমরা খণ্ড নাটক আরও বেশি প্রচারে গুরুত্ব দিচ্ছি।’

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই নতুন সূচি। এদিন রাত ১১ টায় প্রচারিত হবে আপেল মাহমুদের রচনা ও মোহন আহমেদের পরিচালনায় নাটক ‘স্টোরি’। এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীনসহ আরও অনেকে।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।