নায়িকা শিল্পী ও তার পরিবারের ৩৫ সদস্য করোনা থেকে মুক্ত

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আঞ্জুমান শিল্পী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার সঙ্গে এই ভাইরাসের শিকার হয়েছেন তার পরিবারের প্রায় ৩৫ জন সদস্য। গেল ২০ ডিসেম্বর এমনই তথ্য জানিয়েছিলেন ‘প্রিয়জন’ সিনেমার এ নায়িকা।

তিনি বলেন, পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই তাদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।

তবে গেল ২২ ডিসেম্বর সন্ধ্যায় এ নায়িকা জাগো নিউজকে নিশ্চিত করেছেন, তিনিসহ তার পরিবারের সদস্যরা করোনা থেকে মুক্ত হয়েছেন। সেদিনই তাদের দ্বিতীয় দফায় করোনা টেস্ট করা হয়। সেখানে সবার রিপোর্টে কভিড-১৯ নেগেটিভ এসেছে।

শিল্পী বলেন, ‘আলহামদুলিল্লাহ কোনো দূর্ঘটনা ছাড়াই আমরা সবাই করোনা থেকে মুক্ত হয়েছি। আজ রিপোর্ট হাতে পেলাম। সবারই করোনা নেগেটিভ। আল্লাহর কাছে শুকরিয়া জানানোর আসলে ভাষা নেই। অনেক শিশু ও বয়স্করাও করোনায় আক্রান্ত ছিলো আমার পরিবারে। খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম। এখন স্বস্তি পাচ্ছি।’

‘করোনা চলে গেলেও শারীরিক দুর্বলতা রয়ে গেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধ ও খাবার গ্রহণ করছি সবাই। কয়েকটা দিন লেগে যাবে পুরোপুরি ঠিক হতে। অত্যন্ত ভয়ংকর ভাইরাস এটি। শরীর ও মনকে একেবারে দুর্বল করে দেয়া। দোয়া করি এই ভাইরাস থেকে যেন দেশের প্রতিটি মানুষ মুক্ত থাকেন। সবার সাবধানে থাকা জরুরি’- যোগ করেন শিল্পী।

এর আগে ২০ ডিসেম্বর জানা যায়, একটি পারিবারিক অনুষ্ঠানে প্রথমে শিল্পীর পরিবারের দুই-একজন আক্রান্ত হন। পরে সেটা ক্রমেই ছড়িয়ে পড়ে আরও অনেকের মাঝে। আক্রান্তদের মধ্যে অনেকে হাসপাতালেও ছিলেন। তবে বেশিরভাগই বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন। সবাই এখন করোনা থেকে মুক্ত।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।