নিউ ইয়র্কের মমিতে আমন্ত্রিত কামারের ‘অন্যদিন...’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২

নিউ ইয়র্কের ‘মিউজিয়াম অফ দ্য মুভিং ইমেজ’ আমন্ত্রণ জানিয়েছে কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘অন্যদিন...’-কে। প্রত্যেক বছর ‘মিউজিয়াম অফ দ্য মুভিং ইমেজ’ বা মমি ‘ফার্স্ট লুক’ নামে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। সেখানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় সেইসব নিরীক্ষাধর্মী ফিকশন, নন-ফিকশন, ডকুমেন্টারি, হাইব্রিড বা শর্টফিল্মগুলোকে যারা সিনেমার পরিচিত শৈল্পিক ফর্মকে বদলে দিতে চায়।

নিউ ইয়র্কের শিল্পবোদ্ধাদের নতুন ধাঁচের সিনেমার সাথে পরিচয় করিয়ে দেওয়াই এই উৎসবের উদ্দেশ্য।

আর এবার সেই আয়োজনে বিশ্বের ৩০টা দেশের ৩৮টি ছবির মধ্যে আমন্ত্রিত হয়েছে সারা আফরিন প্রযোজিত ও কামার আহমাদ সাইমন পরিচালিত ‘অন্যদিন...’।

উল্লেখ্য গত নভেম্বরে বিশ্বের অন্যতম লিড ফেস্টিভ্যাল আমস্টারডামের ইডফা’র মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিলো ‘অন্যদিন...’। সেখানেই বিশ্বের সবচাইতে সুন্দরতম থিয়েটার বলে পরিচিত ‘তুসান্সকি’-তে বিশ্ব অভিষেক বা ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিলো ছবিটির।

ইডফা’য় অল্প যে ক’জন নির্মাতার কাজ নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্ক থেকে আমস্টারডামে এসেছিলেন মমি’র কিউরেটর এবং চলচ্চিত্র সমালোচক এরিক হাইন্স, তার মধ্যে অন্যতম ছিলেন কামার। হলভর্তি দর্শকের উপস্থিতিতে আড্ডা শেষে সেখানেই হাইন্স ইচ্ছা প্রকাশ করেছিলেন মমি’-তে ‘অন্যদিন...’ প্রদর্শনীর জন্য। তারপর এখন আসলো আনুষ্ঠানিক নিমন্ত্রণ।

মার্চ ১৬-২০ নিউইয়র্কের মমি’তে বসবে ফার্স্ট লুকের এই আসর যার উদ্বোধন হবে মার্টিন স্করসিসের নির্বাহী প্রযোজনায় নির্মিত ও ২০২১ সালে কানে ‘ক্যামেরা দ্য’র বিজয়ী ক্রোয়েশিয় ছবি ‘মুরিনা’ দিয়ে। আর উৎসবের শেষ হচ্ছে লোকার্নো চলচ্চিত্র উৎসবে গ্রাপ্রি বিজয়ী পোলিশ ছবি ‘ব্যালকনি’ দিয়ে।

কামার আহমাদ সাইমনের জলত্রয়ীর (ওয়াটার ট্রিলজির) দ্বিতীয় ছবি ‘অন্যদিন...’। জলত্রয়ীর প্রথম ছবি ‘শুনতে কি পাও!’ আন্তর্জাতিক উৎসব অঙ্গনে বাংলাদেশের একটি আলোচিত ছবি। বিশ্বের এ-ফেস্টিভ্যাল লিস্টের অন্যতম লোকার্নোর ওপেন ডোর্সের উদ্বোধনী ছবি এবং প্রাচীনতম প্রামাণ্য উৎসব ডক-লাইপজিগের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়েছে ‘শুনতে কি পাও!’।

এই ছবি কামারকে এনে দিয়েছে প্যারিসে গ্রাঁ প্রি, মুম্বাইয়ে স্বর্ণশঙ্খ, শ্রেষ্ঠ সিনেমাটাগ্রাফিসহ আরও অনেকগুলা আন্তর্জাতিক সম্মাননা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

জলত্রয়ীর দ্বিতীয় ছবি এই ‘অন্যদিন...’ -এর স্ক্রিপ্টের জন্যই ২০১৬ সালে বিশ্ব চলচ্চিত্র মঞ্চ পিয়াৎজা গ্রান্দার রেড কার্পেট ডিরেক্টরের সম্মাননা পেয়েছিলেন কামার, সেইসাথে লোকার্নোর ওপেন ডোর্সের শ্রেষ্ঠ পুরস্কার এবং আর্তে ইন্টারন্যশনাল প্রাইজ। এরপরের বছর এই একই স্ক্রিপ্টের জন্য কান চলচ্চিত্র উৎসবের সিনেফন্ডেশনের লা'এতেলিয়ারে এমন এক আয়োজনে কামার নিমন্ত্রণ পেয়েছিলেন, যেখানে কোনো নির্মাতা নিজে থেকে আবেদন করতে পারেন না। আয়োজকদের বাছাইয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে খুঁজে নতুন গুণী নির্মাতাদের আমন্ত্রণ জানানো হয়।

বিশ্বসেরা সব আন্তর্জাতিক উৎসবে নিয়মিত হয়েও কামার তার শেষ ছবি ‘নীল মুকুট’ কোনো উৎসব ছাড়া সরাসরি দেশে মুক্তি দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। গত বছরের ২৭ মার্চ মুক্তির কথা থাকলেও কোভিডের কারণে পিছিয়ে ‘নীল মুকুট’ মুক্তি পায় কামারের জন্মদিন ৮ আগস্ট।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।