বাবা হারালেন গায়িকা ঐশী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫০ এএম, ২০ মার্চ ২০২২
ঐশী ও তার বাবা। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর বাবা আব্দুল মান্নান মিলন মারা গেছেন।‌ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শনিবার (১৯ মার্চ) দিনগত রাত ১২টা ৩ মিনিটে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিভার্সেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।

ঐশীর ভাই ইশিক জানান, এর আগে নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন তার বাবা। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গত দেড় মাসের মধ্যে দুবার হার্ট অ্যাটাক করেন তার বাবা। এরমধ্যে একবার তার হার্টে রিংও বসানো হয়। কিন্তু শেষ পর্যন্ত না ফেরার দেশেই চলে গেলেন তিনি।

এলএ/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।