প্রতিবন্ধী ভক্তের চিকিৎসার দায়িত্ব নিলেন অনন্ত জলিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ১৪ জুলাই ২০২২

প্রতিবন্ধী এক ভক্তের ভালোবাসায় সাড়া দিয়ে বগুড়ার কাহালুতে যান চিত্রনায়ক অনন্ত জলিল ও তার সহধর্মিণী চিত্রনায়িকা বর্ষা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা পৌনে ১টার দিকে হেলিকপ্টারে কালিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন তারা। এসময় জলিল-বর্ষাকে দেখতে উপজেলার নিমারপাড়া গ্রামে ভিড় জমে।

Bogura-pic-(3)-

স্থানীয়রা জানান, অনেক আগ থেকে ওই গ্রামের মোজাম উদ্দিনের ছেলে প্রতিবন্ধী মোহাম্মদ রানা আহমেদের সঙ্গে অনন্ত জলিল ও বর্ষার পরিচয় ছিল। সে পরিচয়ের সুবাদে তারা এখানে এসে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। সোহেল রানাকে দুই লাখ টাকার আর্থিক সহায়তার আশ্বাস দেন এবং বিদেশে তার সুচিকিৎসার প্রতিশ্রুতি দেন।

এসময় অনন্ত জলিল বলেন, বগুড়া আসার একটি বড় কারণ রানা। রানাকে দেখার পাশাপাশি আপনাদের কাছেও আসতে পেরেছি। ওর বাবা-মাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই। ওর মন আপনার-আমার চেয়ে অনেক বড়।

Bogura-pic-(4)

তিনি বলেন, ‘আমি রানাকে ঢাকায় নিয়ে যাবো। ওর পাসপোর্ট করব, ওকে থাইল্যান্ড নিয়ে যাবো চিকিৎসার জন্য। আমি চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। রানার জন্য দোয়া করবেন।’

এসময় কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।