‘সাইকো’ সিনেমার প্রচারণায় বগুড়ায় রোশান-পূজা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১৯ জুলাই ২০২২

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সাইকো’ সিনেমার প্রচারণায় বগুড়ায় হলে বসে দর্শকদের সাথে ছবি দেখলেন ছবিটির নায়ক রোশান, নায়িকা পূজা চেরি ও পরিচালক অনন্য মামুনসহ অন্যান্য কলাকুশলীরা। সোমবার ১৮ জুলাই সন্ধ্যায় শহরের সোনিয়া সিনেমা হলে আসেন তারা।

এসময় ছবির দর্শকদের সাথে তারা কথা বলেন ও ভক্তদের আবদার মেটাতে ছবি তুলেন। পরে সাংবাদিকদের সঙ্গে ‘সাইকো’ সিনেমা নিয়ে কথা বলেন।

এসময় সিনেমাটির নায়ক রোশান বলেন, ‘এবার আমার অভিনীত সিনেমা তৃতীয়বারের মতো ঈদে মুক্তি পেল। খুব ভালো লাগছে। আমি অ্যাকশন সিনেমা করতে পছন্দ করি। ‘সাইকো’ সেই ঢংয়েরই সিনেমা।’

অভিনেত্রী পূজা চেরি বলেন, ‘‘সাইকো’ সিনেমার গল্প অসাধারণ। এতে সুন্দর গান, লোকেশন, ডায়লগ আছে। সব মিলিয়ে সাইকো একটি ফুল মাসালাদার ও ফুল প্যাকেজের সিনেমা। এছাড়া বগুড়ায় এসে নেক ভাল লাগছে। আমি এতোটা আশা করিনি তবে আশার পর আমার ধারণা পাল্টে গেছে।’

‘সাইকো’ সিনেমায় রোশান-পূজা ছাড়াও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।