বাঁচতে চান মানিকগঞ্জের অন্ধ গায়ক নরেশ দাস, প্রয়োজন অর্থ সাহায্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০১:২২ পিএম, ২৮ জুলাই ২০২২

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত শিল্পী অন্ধ নরেশ দাসের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন নিয়মিত ডায়ালাইসিসের। কিন্তু অর্থাভাবে তার চিকিৎসা করাতে পারছে না পরিবার। তাই মানিকগঞ্জের গুণী এই শিল্পীকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন পরিবার।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী এলাকার বাসিন্দা নরেশ দাস। কণ্ঠের যাদুতে জয় করেছেন লাখো মানুষের হৃদয়। টেলিভিশন, মঞ্চ, ডিজিটাল মিডিয়া সবখানেই তার ছিলো সরব উপস্থিতি।গানের অ্যালবামও বেরিয়েছে বেশ কয়েকটি।

কিন্তু শরীরে বেঁধেছে দুরোরোগ্য ব্যাধি। তাই গান থেকে দুরে আছেন বছর খানেক ধরে। সুস্থ হয়ে আবারো গানে ফেরার আশা তার।

শিল্পী নরেশের বড় ভাই গনেশ চন্দ্র দাস জানান, ‘জন্মের এক বছরে মাথায় টাইফয়েড জ্বরে দুটি চোঁখই অন্ধ হয়ে যায় তার। ছোট বেলা থেকেই গানের প্রতি ঝোঁক ছিল। বড় হয়ে গানকেই পেশা হিসেবে নেন। দেশের শীর্ষস্থানীয় প্রায় সব শিল্পীর সাথেই এক মঞ্চে গান করছেন তিনি। গান গেয়ে যা আয় হতো তা দিয়ে চলতো চার সদস্যের সংসার।

কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। কিছু্তেই সুস্থ না হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন তার দুটি কিডনিই ১২.৬০% নষ্ট হয়ে গেছে। পরামর্শ দেন নিয়মিত ডায়ালাইসিস করানোর।’

jagonews24

নরেশের ভাই জানান, দরদভরা কন্ঠ ছাড়া তার ভাইয়ের আর কিছুই নেই। সহায় সম্পদহীন ভাইয়ের জন্য তাই দেশবাসীর কাছে সাহায্য কামনা করেছেন তিনি। পরিচিতজনদের সহযোগিতা ও ধার দেনা করে কোনোমতে চিকিৎসা কাযর্ক্রম চলছে আপাতত। দ্রুতই প্রয়োজন উন্নত চিকিৎসা।

তিনি আরও বলেন, ‘তিনি চান তাকে যেন ভারতে নিয়ে চিকিৎসা করাই। কিন্তু সেই চিকিৎসার ব্যয় মেটানোর মতো আর্থিক সামর্থ্য নেই আমাদের।’

নরেশের সহশিল্পী শঙ্কর কুমার সরকার ও ইউনূছ আলম জানান, ‘গান বন্ধ হয়ে যাওয়ায় স্ত্রী ও সন্তানদের নিয়ে খুবই কষ্টে আছেন শিল্পী নরেশ। যেখানে সংসারই চলছে না সেখানে উন্নত চিকিৎসা করানো কিভাবে সম্ভব? তাই তাকে বাঁচাতে সবার সহযোগিতা দরকার।’

অসুস্থ শিল্পী নরেশ চন্দ্র দাস বলেন, ‘দুটি চোঁখ অন্ধ হওয়ায় পৃথিবীর আলো দেখতে পাই না। হাজারো ভক্তের মাঝে আমি গান করি। সবাই আমার গান পছন্দ করে, আমাকে ভালোবাসে। এই ভালোবাসাই আমার সম্পদ। কিন্তু এখন আর পারছি না। সুন্দর এই পৃথিবীতে আমি বাঁচতে চাই। ভক্তদের মাঝে ফিরে আবারো গান গাইতে চাই। এজন্য প্রয়োজন আপনাদের দোয়া ও সহযোগিতা।’

শিল্পী নরেশ দাসকে সহযোগিতা করতে চাইলে তার পার্সোনাল বিকাশ ও নগদ ০১৭৩১২১৪৮৮৪ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়াও যোগাযোগ করুন জাগো নিউজ ২৪ ডটকম প্রতিনিধি বি.এম খোরশেদের সাথে (০১৭১৬৬৪২৯০২)।

বি.এম খোরশেদ/এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।