প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন অভিনেতা ফরিদ আলী


প্রকাশিত: ০৭:১৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি : অভিনেতা ও মুক্তিযোদ্ধা ফরিদ আলী

গুরুতর অসুস্থ অভিনেতা ও মুক্তিযোদ্ধা ফরিদ আলীর চিকিৎসার ভার নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাভাবে চিকিৎসা বন্ধ করে বাসায় ফেরত যাওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে আবারো রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার থেকে অসুস্থ ফরিদ আলীর চিকিৎসার সমস্ত ব্যয়ভার প্রধানমন্ত্রী নিজেই বহন করবেন। বর্তমানে তাকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।

গত ১৫ জানুয়ারি পুরান ঢাকায় এই জনপ্রিয় অভিনেতা হার্ট অ্যাটাক হলে তাকে প্রথমে নিকটস্থ ওয়ারি ডায়াবেটিকস হাসাপাতালে নেয়া হয়। সেখানে তিন দিন থাকার পর চ্যানেল আইয়ের সহযোগিতায় তাকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো। টাকার সমস্যা দেখা দিলে তার পরিবারের সদস্যরা তাকে বাসায় নিয়ে গিয়েছিলেন।

ফরিদ আলী কৌতুক অভিনয়ে দর্শক মনে এখনও দাগ কেটে রয়েছেন। বিশেষ করে ‘টাকা দেন দুবাই যাবো, বাংলাদেশে থাকবো না’ এই সংলাপটির সঙ্গে যারা পরিচিত তারা এক বাক্যেই উচ্চারণ করবেন অভিনেতা ফরিদ আলীর নাম।

শুধু অভিনয় নয়, নাটক লেখা ও নির্দেশনায়ও সিদ্ধহস্ত এই শিল্পী। ৭৫ বছর বয়সী ফরিদ আলী পুরনো ঢাকার ঠাটারি বাজারের বাসিন্দা। গত ঈদে তিনি আমজাদ হোসেনের পরিচালনায় ‘পূর্ণিমার চাঁদে মেঘ’ নাটকে অভিনয় করেছেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।