কারিনার চুম্বনে তোলপাড়!


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

সাঈফ আলি খানকে বিয়ের সময় ঘোষণা দিয়েছিলেন কখনো চুমুর দৃশ্যে অভিনয় করবেন না। কিন্তু সেই কথা তিনি রাখতে পারলেন না। নতুন একটি ছবিতে চুমু তো বটেই, একেবারে লিপ কিস দিয়ে বসলেন বলিউড সুপারস্টার কারিনা কাপুর! আর নিয়েই এখন বি-টাউনে চলছে তোলপাড়।

সম্প্রতি ‘কি অ্যান্ড কা’ ছবির এক দৃশ্য প্রকাশ হয়েছে। সেখানে অর্জুন কাপুরের সঙ্গে এক চুম্বনদৃশ্যে দেখা গেছে কারিনাকে। তাই দেখে নায়িকার ফ্যানকুলরা খুশিতে ভাসলেও সমালোচনা বইছে বলি পাড়ায়।

চুমুর দৃশ্যে অভিনয় করার প্রতিজ্ঞাভঙ্গ কি স্বামীর অনুমতিতেই করেছেন কারিনা- এমন প্রশ্ন তুলছেন অনেকেই। আবার কেউ কেউ বলছেন অর্জুনের মতো বাচ্চা ছেলের সঙ্গে এমন দৃশ্য না করলেই ভাল হতো কারিনার জন্য।

তবে কারিনার স্বামী সাঈফের কোনো মন্তব্য এ বিষয়ে এখনো পাওয়া যায়নি। সে যাই হোক, এই কথা বলা বাহুল্য, কারিনা-অর্জুনের ছবিটি ব্যবসা করতে যাচ্ছে। কেননা, এরইমধ্যে জমে ক্ষীর হয়ে গেছে এই তারকাদ্বয়ের জুটি।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।