‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানের সুরকার মারা গেছেন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাভাষী মানুষের কাছে বহুল শ্রোতাপ্রিয় লোকগান ‘লাল পাহাড়ির দ্যাশে যা’। এই গানের সুরকার পশ্চিমবঙ্গের বাঁকুড়ার সুভাষ চক্রবর্তী। শনিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাবার মৃত্যু সংবাদটি হিন্দুস্থান টাইমসকে নিশ্চিত করেন তার পুত্র অপর্ণ চক্রবর্তী। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কলকাতায় মারা গেছেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী সুভাষ চক্রবর্তী। তার বয়স হয়েছিল ৭১ বছর।

অর্পণ জানান, লিভার সিরোসিসে ভুগছিলেন তার বাবা। ক্যানসারের একদম শেষ পর্যায়ে ছিলেন। শুরুতে অ্যাপোলো, পরবর্তীতে পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন। গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন ‘মরক পরবে’র স্রষ্টা। তবে শেষ রক্ষা হলো না।

বাঁকুড়ার ভাদু, টুসু, ঝুমুরকে ভালোবেসে এই সংগীতের লোকগানকেই বেছে নিয়েছিলেন সুভাষ চক্রবর্তী। আর তাতেই পেয়েছিলেন আকাশছোঁয়া সাফল্য। বাঁকুড়ার বেলিয়াতোড় থেকে সুভাষ চক্রবর্তীর সুর ছড়িয়ে পড়েছিল বিশ্বের নানা প্রান্তের বাঙালিদের মাঝে।

প্রচুর গান লিখেছেন, সুরারোপ করেছেন, গেয়েছেন সুভাষ চক্রবর্তী। তার সুরারোপিত ‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। ‘বাঁকুড়া মাটিকে পেণাম করি দিনে দুপুরে’সহ একাধিক জনপ্রিয় গানের স্রষ্টা লালমাটির এই ভূমিপুত্র।

বরেণ্য এই লোকশিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমেছে বাংলা সংগীতাঙ্গনে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এমআই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।