প্রকাশ হলো ফ্যান ছবির ট্রেলার (ভিডিও)


প্রকাশিত: ০৫:১১ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

দুনিয়ার সবচেয়ে বড় সুপারস্টারের সবচেয়ে বড় ফ্যান। এই ট্যাগ লাইনেই নির্মিত হচ্ছে বলিউড বাদশাহর পরবর্তী ছবি ‘ফ্যান’। সম্প্রতি প্রকাশ হয়েছে এ ছবিটির একটি গান। বহুল প্রতীক্ষার পর এবার ইউটিউবে প্রকাশিত হলো বলিউড কিং শাহরুখ খানের নতুন ছবি ফ্যান এর ট্রেলার।

পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার রাত সাড়ে ৯টায় যশরাজ ফিল্মের অফিসিয়াল ভিডিও চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয়। ফ্যান ছবি প্রযোজনায় থাকছে বলিউডের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্ম প্রোডাকশন।

কিছুদিন আগে ছবির পোস্টার ও টিজার ছেড়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। ছবির মূল কাহিনি শাহরুখ খানের এক ভক্তকে নিয়ে। আগামী ১৫ই এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।


আরএএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।