মান্না হতে চান জিৎ!


প্রকাশিত: ০৯:১৪ এএম, ০৩ মার্চ ২০১৬

কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ অমর নায়ক মান্নার দারুণ ভক্ত। চলতে ফিরতে তিনি মান্নাকে নিয়েই ভাবেন। তাই দেখতে বাদ রাখেননি জনপ্রিয় নায়ক মান্নার সব ছবি। জিতের মুখে মুখে মান্নার সংলাপও শোনা যায় প্রায় সময়ই। প্রিয় নায়ক হবার স্বপ্নও দেখেন জিৎ।

কী পাঠক? অবাক হচ্ছেন তো! অবাক হবারই কথা। তবে ঘটনা যা তা ঘটবে চলচ্চিত্রের রুপালি পর্দায়। সম্প্রতি ‘বাদশা’ নামের একটি বাংলাদেশি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জিৎ। সেখানেই তাকে মান্না ভক্ত হিসেবে দেখা যাবে।

আজ বৃহস্পতিবার, ৩ মার্চ টঙ্গীর আনারকলি সিনেমা হলের সামনে এই ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ছবির নায়ক-নায়িকা। জানা গেছে, যৌথ প্রযোজনার ‘বাদশা’র শুটিংয়ে অংশ নেওয়ার জন্য শিগগিরই ঢাকায় আসবেন জিৎ। আর সেদিনই তার সঙ্গে যোগ দিবেন ছবির নায়িকা নুসরাত ফারিয়া।

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত ছবিটিতে আরও আছেন ফেরদৌস, রেবেকা, নাদের চৌধুরী, রজতাভ দত্ত প্রমুখ।

এলএ

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।