মৎসজীবী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র, সম্পাদক বাশার


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৯ মার্চ ২০১৬

মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে সভাপতি ও মো. আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে আওয়ামী মৎসজীবী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার সংগঠনের চতুর্থ জাতীয় সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন এইচ এম বদিউজ্জামান সোহাগ।

এছাড়াও ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক শেখ রাসেল ও কেন্দ্রীয় নেতা নুুরুল ইসলাম বাদশা নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

এএসএস/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।