মীমের সঙ্গে নিলয়ের প্রথম লাইভ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:২১ পিএম, ২৫ মে ২০২৩

শাহরিন সুলতানা মীম। সুরের মানুষ, গানের মানুষ। গানের হৃদয়ে হৃদয় রেখে হাঁটছেন দূরে- বহুদূরে যাওয়ার প্রত্যয়ে। ‘এক চক্ষেতে হাছন কান্দে; আরেক চক্ষে লালন/ গুরু তোমার বিরহে জ্বলে আমার বুকের আগুন।’ বাদ্যযন্ত্রহীন খালি গলার এ গানটিতেই ভাইরাল হয়েছিলেন মীম।

তিনি বন্ধুদের সঙ্গে করা গান ফেসবুকে আপলোড এরপর ভাইরাল হয়ে আলোচনায় আসেন। ফোক গান করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন মীম। লালনগীতি বেশি গাওয়ার কারণে ‘লালনকন্যা’ নামেই পরিচিতি পান।

বৈশাখী টিভি ফোক লাইভে অংশ নেবেন লালনকন্যা শাহরিন সুলতানা মীম। সঙ্গে থাকবেন তরুণ গানযোদ্ধা লালন নিলয়। মীম নিয়মিত টেলিভিশনে লাইভ করলেও নিলয়ের প্রথম।

শাহরিন সুলতানা মীম বলেন, ‘বৈশাখী টিভির ফোক লাইভ আমার খুবই প্রিয় শো। যেহেতু ফোক গান করি তাই একটু বেশি ভালো লাগছে। দর্শকদের কথা মাথায় রেখে তাদের ভালো লাগা কিছু গান গাইব বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান বৈশাখী ফোক অনুষ্ঠানে। গানগুলো দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। গানগুলো তাদের ভালো লাগলেই পরম পাওয়া।’

অন্যদিকে তরুণ কণ্ঠযোদ্ধা লালন নিলয়ের প্রথম টিভি লাইভ শো। তার অনুভূতি একটু ভিন্ন। তার মায়ের স্বপ্ন ছিল ছেলে টিভিতে গান গাইবে। সেই স্বপ্ন পূরণ হচ্ছে।

মীমের সঙ্গে নিলয়ের প্রথম লাইভ

এ প্রসঙ্গে লালন নিলয় বলেন, ‘আমার জীবনের প্রথম টেলিভিশন লাইভে আমার অনুভূতিটা একটু অন্যরকম সবার। আমার মায়ের স্বপ্ন ছিল আমাকে টেলিভিশনের পর্দায় দেখা। বৈশাখীর মাধ্যমে আমার মায়ের স্বপ্ন পূরণ হচ্ছে- এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে!’

গান নিয়ে নিলয়ের স্বপ্নও বড়। আমি গানটা পেটের দায়ে করি না,গানটা করি মনের খোরাক মেটানোর জন্য। তবে গান নিয়ে জীবনে অনেক দূর যাবার ইচ্ছা। নিজেদের একটা ব্যান্ড থাকবে একসঙ্গে মিলেমিশে কাজ করবো।

শুক্রবার (২৬ মে) রাত ৯টা ৩০ মিনিটে সরাসরি পারফর্ম করবেন এই গুণী দুই শিল্পী। আইনুন পুতুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। এর প্যানেল প্রযোজক মামুন আব্দুল্লাহ ও রবিউল হাসান প্রধান।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।