শহীদ রাজুর বেদীতে ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা
ফাইল ছবি
শহীদ মঈন হোসেন রাজুর বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ছাত্র ইউনিয়ন। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপর্জিত স্বাধীনতা চত্ত্বরে তারা রাজুর শহীদ বেদীতে শ্রদ্ধা জানায়।
রাজুর বেদীতে প্রথমে শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তারের নেতৃত্বে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ। পরে এক একে শ্রদ্ধা জানায় রাজু সংসদ, ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ, চারুকলা অনুষদ ঢাবি, সাংস্কৃতিক ইউনিয়ন, ছাত্রইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিট ও রাজুর মিছিলের সাঙ্গীরা।
উল্লেখ্য, ১৯৯২ সালের ১৩ মার্চ সন্ত্রাসবিরোধী মিছিলে গিয়ে নিহত হয় রাজু।
এমএইচ/এএইচ/আরআইপি