এমপিওভুক্তির দাবি আইসিটি শিক্ষকদের
মাধ্যমিক স্কুল পর্যায়ের সকল আইসিটি শিক্ষকদের মার্চের মধ্যে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ এমপিও বঞ্চিত আইসিটি শিক্ষক সংগঠন। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান তারা। এসময় সমাবেশে থেকে শিক্ষকরা বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:
১। যোগদানের তারিখ হতে এমপিওভুক্তি।
২। আইসিটি বিষয়ে যাদের কাগজ মাউশিতে (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর) জমা আছে তাদের এমপিও দিতে হবে।
৩। মার্চ হতে এমপিও বিলে এমপিও প্রদান।
৪। সকল মাধ্যমিক বিদ্যালয়ে আইসিটি পদটি শূন্য ঘোষণা করা।
সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এমপিও বঞ্চিত আইসিটি শিক্ষক সংগঠনের সভাপতি মো. আশিকুজ্জামান শিক্ষক নেতা অসীমা রায়, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আব্দুল আজীজ সরকার, মইনুল ইসলাম।
এএস/এসকেডি/পিআর