লাল জার্সিতে খেলতে নেমেছে বাংলাদেশ
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে লাল পরে মাঠে নেমেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবে পাকিস্তান সবুজ জার্সি (হোম) পরে খেলে পাকিস্তান। তাই এদিন অ্যাওয়ে জার্সি পড়ে মাঠে নেমেছে টাইগাররা।
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপকে উপলক্ষ্যে এবার বাংলাদেশ দুই রঙের জার্সি তৈরি করে। শুধু বাংলাদেশই নয়, আইসিসি এবারই প্রথম হোম অ্যান্ড অ্যাওয়ে জার্সির নতুন নিয়ম চালু করে। এ কারণেই প্রতিপক্ষের জার্সি সবুজ হলে বাংলাদেশের লাল জার্সি পরে খেলার কথা। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল জার্সি পরে মাঠে নেমেছিল বাংলাদেশ।
আরটি/আইএইচএস/আরআইপি