ঢাকায় মোনালি গাইবেন ৩০ মার্চ


প্রকাশিত: ০৭:৫০ এএম, ১৭ মার্চ ২০১৬

হিন্দি ও বাংলা গানের জনপ্রিয় শিল্পী মোনালি ঠাকুর ঢাকায় আসছেন। ইন্টিড্রেটেড ডেভলপমেন্ট ফোরামের আয়োজনে কনসার্টটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা আবাসিক এলাকার উন্মুক্ত মঞ্চে। মূলত সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য গাইবেন তিনি।

অনুষ্ঠানের আয়োজনের সমন্বয় করছে, পেজ থ্রি। তারা জানিয়েছে, তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রয় চলছে। বিস্তারিত কিছুদিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
 
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের গায়ক শক্তি ঠাকুরের মেয়ে মোনালি ঠাকুর ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতায় অংশ নেয়ার পর ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। কলকাতার বেশ কয়েকটি বাংলা ছবিতে গাওয়ার পর ২৭ বছর বয়সী এ গায়িকা বলিউডের ছবিতে কাজ করার সুযোগ পান।

তার গাওয়া জনপ্রিয় হিন্দি গানের তালিকায় রয়েছে ‘রঘুপতি রাঘব’ (কৃশ থ্রি), ‘সাওয়ার লু’ (লুটেরা), ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘আগা বাঈ’ (আইয়া), ‘তুনে মারি এন্টি’ (গুন্ডে) প্রভৃতি।

কলকাতায় ‘ইটস ১০০% লাভ’ (১০০% লাভ) , ‘মাধু’ (রংবাজ), ‘পেয়ার লাল’ (দুই পৃথিবী) শীর্ষক গানগুলোও দারুণ জনপ্রিয় হয়েছে। শুধু শিল্পী নন, অভিনেত্রী হিসেবেও তিনি পরিচিত। মোনালি ঠাকুর বলিউডের ‘লক্ষ্মী’ শিরোনামের একটি ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন।

এনই/এইচএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।