চলচ্চিত্রের প্লেব্যাকে প্রত্যয় খান ও লাবন্য


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২১ মার্চ ২০১৬

ছোট বলেই ছোট নন প্রত্যয় খান। আরো দুই বছর আগেই বড়দের গায়ক ও সংগীত পরিচালক হিসেবে অভিষেক হয়েছে তার। তারপর বেশ কিছু জনপ্রিয় গানে কাজ করেছেন তিনি। বাবা দেশ বরেণ্য সুরকার রিপন খান। বড় ভাই দেশের সেরা কণ্ঠ তারকাদের একজন হৃদয় খান।

বাবা-ভাইয়ের মতোই গানের ভুবনে নিজেকে মেলে ধরার প্রয়াস চালাচ্ছেন প্রত্যয় খান। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তিনি নাম লেখালেন শিল্পের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রের গানে। হাসান ফুয়াদ পরিচালিত ‘কাঁটা’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করলেন প্রত্যায় খান।

‘কল্পনাতে’ শিরোনামে দ্বৈত গানটিতে তার সঙ্গে চলচ্চিত্রের গানে অভিষেক করছেন ইয়াসমিন লাবন্যও। জিয়াউদ্দিন আলমের কথায় এর সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রত্যয় খান নিজেই।

প্লেব্যাক প্রসঙ্গে প্রত্যয় খান বলেন, ‘আমি এর অগে বহু টিভিসির জিঙ্গেল করেছি। তবে চলচ্চিত্র প্লেব্যাক এই প্রথম। অনেক দিনের ইচ্ছা ছিলো চলচ্চিত্রে প্লেব্যাক করার। সেই ইচ্ছা অবশেষে পূরণ হয়েছে। আশা করছি নতুন বছরে আমার প্রথম কাজ সবার ভালো লাগবে।’

এদিকে নারী জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘কাঁটা’। এতে অভিনয় করছেন নবাগত নায়ক পারভেজ ও সুস্মি আহসান। এছাড়াও থাকছেন ওমর সানী, সাদেক বাচ্চু, রেবেকা, আব্দুল্লাহ সাকী প্রমুখ। রাকেশ হোসেন নিবেদিত ‘কাঁটা’ ছবিটি নির্মিত হচ্ছে ইমপ্রেশনের ব্যানারে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।