মুক্তি পাচ্ছে আইসক্রিমের গান
বছরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’। ২৯ এপ্রিল মুক্তি ছবিটি মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে।
তবে তার আগেই মুক্তি পেতে যাচ্ছে ছবিটির প্রথম অডিও গান। ‘পথ’ শিরোনামের গানটি আগামীকাল মঙ্গলবার, ২২ মার্চ মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক রনি। সন্ধ্যা ৬টার পর থেকে দেশের সকল এফ এম রেডিও-তে এবং অনলাইনে গানটি শোনা যাবে বলে জানালেন তিনি।
এই গানটির গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী হচ্ছেন মিনার রহমান এবং গানটির সংগীত আয়োজনে আছেন সাজিদ সরকার।
‘আইসক্রিম’ ছবিতে অভিনয় করেছেন তিন নবাগত রাজ, উদয় এবং তুষি। চলচ্চিত্রটি পিংপং এন্টারটেইনমেন্ট, পপকর্ণ ফিল্মস এবং টপ অফ মাইন্ড- তিনটি প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত। ছবিটির পরিবেশক হিসেবে কাজ করছে অভি কথাচিত্র, ইউটিউব চ্যানেল হিসেবে থাকছে টাইগার মিডিয়া।
এলএ/আরআইপি