জাতীয় সংগীত ভুল গাওয়ায় অমিতাভের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ২২ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে জাতীয় সংগীত গেয়ে বিপাকে পরেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। ভুল জাতীয় সংগীত গাওয়ায় তার বিরুদ্ধে মামলা করলেন চলচিত্রকার উল্লাস পিআর। পূর্ব দিল্লির অশোক নগরে অমিতাভের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

গত ১৯ মার্চ ভারত বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচে হাজার হাজার দর্শক ও বিষিষ্ট অতিথিদের সামনে ভারতের জাতীয় সংগীত গান অমিতাভ। উল্লাসের অভিযোগ, জাতীয় সঙ্গীত গাওয়ার বাধ্যতামূলক সময়সীমা হল ৫২ সেকেন্ড। ২-৩ সেকেন্ড কম বেশী লাগতে পারে, কিন্তু অমিতাভ বচ্চন জাতীয় সঙ্গীত গেয়েছেন ১ মিনিট ১০ সেকেন্ড ধরে। অর্থাৎ জাতীয় সঙ্গীত গাওয়ার বাধ্যতামূলক সময় অতিক্রম করে গিয়েছেন তিনি।

উল্লাস নিজের অভিযোগে উল্লাস আরও জানিয়েছেন, ‘গানের সময় অমিতাভ `সিন্ধ` এর জায়গায় `সিন্ধু` উচ্চারণ করেছেন।’

এই চলচিত্র নির্মাতার এরকম অভিযোগ নতুন নয়। এর আগেও গত বছর ২৫ নভেম্বর অভিনেতা আমির খানের দেশ অসহিষ্ণু মন্তব্যের জন্যও অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। এছাড়াও আমির খানের পিকে ছবি মুক্তির পরই এই ছবিতে পুলিশকে ঠুল্লা হিসাবে উল্লেখ করায় আমির খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।

আরআর/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।